কক্সবাজার জেলার উখিয়ার গহীন পাহাড়ে শসস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ‘আরসা’র আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব-১৫।
বুধবার ভোররাতে এক হোয়াটসঅ্যাপ বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছে র্যাব।
এর আগে রাতভর সেখানে অভিযান চলে।
আরসার দুই সদস্যকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে র্যাব-১৫ গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এইদিন এইসময়কে মোবাইল ফোনে বলেন, রসার আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল পাওয়া গেছে।
গ্রেপ্তারদের সাংগঠনিক পরিচয় জানা গেলেও নাম-ছবি বা ব্যক্তিগত পরিচয় ও নেটওয়ার্ক সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি।
পরবর্তীতে গণমাধ্যমকে আনুষ্ঠানিক জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বশীল কর্মকর্তারা, যারা এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
১৫ মে/অঞ্জলী সেন/ঢাকা