১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

কুমিল্লায় বাস উল্টে নিহত ৫

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজারগামী রিলাক্স পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। তাদের ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ নিউজ