রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ২২ নম্বর রোডে নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার নাম মোঃ ডালিম(২০) রোববার একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ বাবু বলেন, পেশায় ডালিম রাজমিস্ত্রী
ছিলেন দুপুর দেড়টার দিকে নর্দা বসুন্ধরা ২২ নম্বর রোডে নির্মাণাধীন দশ তলা ভবনের তৃতীয় তলায় মাচাং এ দাড়িয়ে ইট গাথার কাজ করছিলেন সে সময় অসাবধানতা বশত উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর চর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনে থাকতেন।