২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

৩৫৫টি মোবাইল ফোনসহ গ্রেফতার ২৫ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫৫টি মোবাইল ফোনসহ ২৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সোমবার রাতে রাজধানীর শাহবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, আশুলিয়া, কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই ফোনগুলো উদ্ধার করা হয়। এসব ফোন হয় ছিনতাই করা হয়েছিল, নয় চুরি করা হয়েছিল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায় মোবাইল ফোন উদ্ধারের সময় ২৫ জন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রবি, সোহেল রানা, মো. আব্দুল মজিদ, মো. জুয়েল, মো. আল আমিন, মো. সাগর হোসেন, মো. ফাহিম, মো. ইব্রাহিম, মো. দেলোয়ার হোসেন, মো. রানা ইসলাম, রানা চন্দ্র দাস, মো. সালাউদ্দিন, মোশারফ হোসেন, মো. মানিক, মো. সগির, মো. পারভেজ হোসেন, মো. সবুজ গাজী, মো. আরিফ হোসেন, মো. মুসা শেখ, মো. সিদ্দিকুর রহমান, মো. হাদীদ ইকবাল বাপ্পী, শামীম রহমান রাহাত, মো. ইসমাইল, মো. আলী ইসলাম ও মো. রাজু।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, মোবাইল চোরাকারবারী এই চক্রের হোতা মো. রবি। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ চোরাই এবং ছিনতাই করা মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। এই চক্রের বিরুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ