পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভিসানীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এটা হয়েছে, দেশটির ফরেন অ্যাফেয়ার্স অ্যাক্টের অধীনে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে আজ মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, আজিজ আহমেদের নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে যুক্তরাষ্ট্রে আমাদের মিশনকে জানানো হয়েছে। আমরা দেশটির সঙ্গে যোগাযোগে আছি।
দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এই নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থান নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা সেনাবাহিনীর বিষয়, এই মুহূর্তে কিছু বলতে চাই না।’
মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে বাধা দেওয়ায় যদি জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশে যারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছে, বিচারপতির বাসায় হামলা চালিয়েছে, নির্বাচন প্রতিহত করেছে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত।
(এইদিনএইসময়/বিজয়)