নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারায় অনেকের কাছে এখন মেট্রো ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে। এই মেট্রো রেলে উঠে অনেককে আবার কখনও কখনও বিবৃতকর অবস্থায় পড়তে হয়। কারণ টিকটক কিংবা ফেসবুকে ভিডিও বানানোর জন্য অনেকে এতে উদ্ভট কর্মকাণ্ড করে থাকেন।
ভারতের মেট্রোরেলে ঠিক এমনই এক কাণ্ড ঘটেছে। এবার এক তরুণীর অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হয়েছে। মেট্রোর ভেতরেই এক তরুণীকে অশ্লীল নাচ করতে দেখা গেছে। ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছর ধরে দিল্লি মেট্রো ভারতের এই রাজধানী শহরের যাত্রীদের কাছে লাইফলাইন হয়ে উঠেছে এবং এটি পরিবহনের অন্যতম সুবিধাজনক মাধ্যম হিসাবেও সবার কাছে বিবেচিত। তবে সাম্প্রতিক দিনগুলোতে দিল্লি মেট্রো উদ্ভট কারণে খবরে শিরোনামে উঠে এসেছে।
এদিকে ওই তরুণী অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুসছে নেট দুনিয়া। দিল্লি মেট্রো অবশ্য এখনও এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লি মেট্রোর ভেতরে এক তরুণীকে বেলি ড্যান্স করতে দেখা গেছে। মেট্রোর যাত্রীদের সামনেই কখনও নিতম্ব কাঁপিয়ে, কখনও আবার পেট নাচিয়ে নাচ করতে দেখা যায় ওই তরুণীকে। এমনকি একটি ক্লিপে তাকে মেট্রোর মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, এর আগেও দিল্লি মেট্রোয় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটার পরই কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল। যদিও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, সেই সতর্কবার্তায় কোনো কাজ হয়নি।
সূত্র: এনডিটিভি
(এইদিনএইসময়/বিজয়)