ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে বিয়ের স্বীকৃতি দাবি করে হয়রানির অভিযোগ তুলেছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক নেতা। তিনি এ বিষয়ক একাধিক প্রমান নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় সহযোগিতা খুঁজছেন।
ইতোমধ্যেই ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ওই ছাত্রলীগ নেত্রীর অভিযোগের বরাতে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ায় সামাজিক ও পারিবারিক মানসম্মান হানি হওয়াতে তিনি ভেঙে পড়েছেন বলে এইদিন এইসময়কে জানান ভুক্তভোগী ছাত্রলীগ নেতা।
৩১ মে গণমাধ্যমে সামাজিক স্বিকৃতি দাবি করলে তরুণীর গায়ে হাত তুলেন ছাত্রলীগ নেতা মর্মে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে, সংবাদটিতে বলা হয় গত ২৪ মে ওই তরুণী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ বলছে, তারা এ অভিযোগ খতিয়ে দেখছেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ওই ছাত্রলীগ নেতার নাম ফুয়াদ হোসেন শাহাদাত। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।
লিখিত অভিযোগে ওই তরুণী বলেন, ফুয়াদ হোসেনের সঙ্গে তার ১০ বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময় তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিষয়ে তিনি গত ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে নালিশ করেছেন।
এদিকে, ৩ মে ঘটনার দিনের ৪টি ভিডিও এইদিন এইসময়ের কাছে শেয়ার করেছেন ফুয়াদ। সেখানে দেখা যায়, ভুক্তভোগী তরুনী সুস্থ অবস্থায় সোফায় বসে মুঠোফোনে চিৎকার করে বলছেন, আমাকে বাঁচান আমাকে চোর বলছে, আমি নাকি বাসায় চুরি করতে আাসছি। আমাকে মারধর করছে।
এবিষয়ে ছাত্রলীগ নেতা ফুয়াদ বলেন, এর আগেও আমাকে প্রতারনা চেষ্টা করেছিল বলে এ পর্যন্ত আমি তার বিরুদ্ধে থানায় তিনটি জিডি করেছি। গত বছরের ৩ নভেম্বর জিডি করেছিলাম। ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার বন্ধুত্ব তৈরি হলে বিভিন্ন সময় দেখা-সাক্ষাৎ অনুরোধ করলে দেখা হতো ও খাওয়া -দাওয়া করা হতো, অর্থনৈতিক সহায়তা চাইলে সম্ভব হলে করতাম বলেও জানান ছাত্রলীগ নেতা ফুয়াদ। তিনি বলেন, ওটাই কাল হলো আমার। ঢাকায় তার বাসাভাড়াসহ বিভিন্ন খরচ দিতে বাধ্য করেন এবং বিভিন্নভাবে টাকাপয়সা চেয়ে ফোনে হুমকি দেন।
এদিকে ওই ছাত্রলীগ নেত্রী এইদিন এইসময়কে বলেন, তিনি কোন প্রতারনা বা মিথ্যাচার করছেন না। ২০১৬ সালের ২২ আগস্ট কক্সবাজারে তারা বিয়ে করেছেন, বিয়ের কাগজ/কাবিননামা তিনি উদ্ধার করতে পারেননি।
(এইদিন এইসময়/০১জুন/নিজস্ব প্রতিবেদক)