১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করবে মালদ্বীপ সরকার

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

সাদা বালির সৈকত এবং বিলাসবহুল রিসর্টের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করবে মালদ্বীপ সরকার। মালদ্বীপের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এবং সেইসঙ্গে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর সুপারিশ করেছে। ইসরায়েল একইসঙ্গে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা সেখানে বিপদে পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু “ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন”, তার অফিসের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, নতুন আইন কবে থেকে কার্যকর হবে তার বিশদ বিবরণ না দিয়ে। সূত্র: আলজাজিরা।

মালদ্বীপের বিরোধী দল এবং সরকারী মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের চিহ্ন হিসাবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজুকে চাপ দিচ্ছে। গত বছরর ৭ অক্টোবর থেকে সংঘাতে কমপক্ষে ৩৬,৪৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৮২,৬২৭ জন আহত হয়েছে।

২০২৩ সালে প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা মোট পর্যটকের ০.৬ শতাংশ। দেশটির সরকারি তথ্যে আরো দেখা গেছে, চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮-এ নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা ব্যর্থ হয়।

(এইদিনএইসময়/বিজয়)

 

সর্বশেষ নিউজ