১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

এমপির বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

জয়পুরহাট আক্কেলপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাড়িতে চুরি হয়েছে।
রোববার দিনগত রাতে আক্কেলপুর পৌরশহরের পূর্ব আমুট্ট মহল্লার বাসার দোতলার গ্রিল ভেঙে বাসায় চোর ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোতলার তিনটি কক্ষ ও নিচতলার দুটি কক্ষে আসবাবপত্র ভাঙা ও তছনছ অবস্থায় দেখতে পেয়েছে। ওই সংসদ সদস্যের দাবি, তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।

সোমবার সকালে থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাহফুজা সুলতানার বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সংসদ সদস্যের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, এমপি মাহফুজা সুলতানা ঢাকায় থাকেন। তিনি এক প্রতিবেশীকে বাসা দেখভালের দায়িত্বে রেখেছিলেন। ঘটনার রাতে ওই প্রতিবেশীর ছেলে ও ছেলের বউ সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাড়ির নিচতলার একটি কক্ষে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তারা চুরির বিষয়টি টের পান। চুরি শেষে চোর বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে যায়। সকালে উঠে ওই পাহারাদার দম্পতি প্রতিবেশীদের সহায়তায় বাইরে বের হন।

(জয়পুরহাট প্রতিনিধি/এইদিনএইসময়)

সর্বশেষ নিউজ