সিরিজের প্রথম ম্যাচে একাই ইংল্যান্ডকে জিতিয়েছিলেন ডেভিড মালান। এবার সেই সেঞ্চুরিয়ান ব্যাটারকে শুরুতেই সাজঘরে ফেরালেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৮৮ রান।
এখন ৬৩ রানে জেসন রয় ও ২ রানে জেমস ভিন্স অপরাজিত রয়েছেন।
মিরপুরে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা তামিম ইকবাল খান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। তাসকিন আহমেদের করা বলে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১১ রান করেন ডেভিড মালান।
এদিকে আপনতালে খেলে যাচ্ছেন আরেক ওপেনার জেসন রয়। এর মধ্যেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।