২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল থেকে ২১২ নস্বর ওয়ার্ডে থাকা ওই মেয়ে নবজাতককে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নবজাতকের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেছে বলে জানা গেছে।

নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন, সোমবার (৩ জুন) রাতে সাভারের কালামপুর থেকে ঢাকা মেডিকেলে এসে তার স্ত্রী সুখী আক্তারকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকাল দশটার দিকে সুখী আক্তার যমজ কন্যা সন্তানের জন্ম দেন। বড় মেয়ের গায়ে জ্বর আসায় বেডের পাশে থাকা এক নারীর কাছে তার বাচ্চাটি দিয়ে ওষুধ কিনতে যান শরিফুল। পরে ওয়ার্ডে ফিরে এসে দেখেন, সেই নারী ওয়ার্ডে নেই। বাচ্চাটিকেও পাওয়া যায়নি। পরে বিষয়টি আনসার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এইদিন এইসময়কে বলেন, হাসপাতালের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।Most Use

এর আগেও এ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।

(এইদিনএইসময়/৪জুন)

সর্বশেষ নিউজ