অবশেষে ভোট গণনা শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের। মোট ৫৪৩ আসনের মধ্যে নরেন্দ্র মোদীর দল বিজেপি পেয়েছে ২৪০ আসন। আর রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। অন্যান্য দল পেয়েছে ২০৪টি আসন। আর বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমুল কংগ্রেস পেয়েছে ২৯টি, বিজেপি ১২টি, কংগ্রেস ১টি এবং সিপিএম কোনো আসন পায়নি।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
সব মিলিয়ে নরেন্দ্র মোদির দল সরকার গঠন করবে সে কথা নিশ্চিত হলেও এবার আর একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারছে না। কেননা এককভাবে সরকার গঠন করতে ২৭২ আসন পেতে হয়। তা কোনো দলই এককভাবে পায়নি। সেক্ষেত্রে জোট করতে হবে মোদিকে। মোটকথা এবার ভারতে মোদীর দল বিজেপির নেতৃত্বে জোট সরকার গঠন হচ্ছে এটাই শেষ কথা। তবে ওই জোটে কে যাচ্ছে তা নিয়ে চলছে হিসাবনিকাশ। যদিও জোটবদ্ধভাবেই নির্বাচনে নেমেছেন মোদি আর রাহুল উভয়েই।