২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, বললেন ‘এ জয় এক নতুন ইতিহাস’

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

ভারতের লোকসভা নির্বাচনে বিজয় পেয়েছে নরেন্দ্র মোদির দল। আর স্বাভাবিকভাবেই টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।
এ জয় পেয়ে প্রতিক্রিয়ায় মোদি সবলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে।
তিনি বলেছেন, এটা তাদের সংকল্প বিকশিত ভারতের বিজয়। এটি দলের স্লোগান ‘সবকা সাথ সবকা বিকাশ’–এর বিজয়। একই সঙ্গে ভারতের সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
তিনি বলেন, জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ওপর আবারও বিশ্বাস রেখেছে।
মোদি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে। তিনি বলেন, ছয় দশক পর ‘নতুন ইতিহাস’ তৈরি হয়েছে।
বক্তব্যে বিশেষভাবে ওডিশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদি। সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে। ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি।

সর্বশেষ নিউজ