২০ জানুয়ারি ২০২৫, সোমবার

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার নির্দেশ -হাইকোর্ট
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

৫জুন বুধবার এই আদেশ দেন হাইকোর্ট।
উল্লেখ্য, নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করা হয়।

ওই পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলের শুনানি শেষে আজ এ আদেশ দেওয়া হলো। তাতে বলা হয়েছে, ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ।সুতরাং এখন থেকে সরকারি চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে বলে জানা যায়।

(নিজস্ব প্রতিবেদক/এইদিন এইসময়)

সর্বশেষ নিউজ