১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

ঢামেকে শিশু চুরি: গণমাধ্যম রুখতে প্রশ্নবিদ্ধ চিঠি ঢামেক পরিচালকের

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবে না উল্লেখ করে একটি চিঠি ইস্যু করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সম্প্রতি ঢামেকে একটি শিশু সন্তান চুরির পর গণমাধ্যমে কোন মন্তব্য তিনি করেননি বারবার তার বক্তব্য নিতে গিয়ে সাংবাদিকরা ব্যর্থ হয়েছেন। যা এ বিষয়ক খবরেও প্রকাশ হয়েছে। ঠিক এ ঘটনার রেশ ধরে তিনি এ চিঠি ইস্যু করেন মন্তব্য করে এ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢামেকের খবর সংগ্রহে নিয়োজিত গণমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার (৪ জুন) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত (স্মারক নং-ঢামেকহা/প্রশা/ ৭১৩০/১১৪) চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

ঢামেক পরিচালকের ইস্যু করা ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সাথে অত্র হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাক্ষাতকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এই কপিগুলো হাসপাতাল সহ ১৩ টি বিভাগে পাঠানো হয়েছে।

ঢামেকের সংবাদ সংগ্রহে নিয়োজিত একাধিক সাংবাদিক এ চিঠির প্রতিক্রিয়া বলেন, এর আগে হাসপাতালে যে পরিচালকগণ ছিলেন তারা এ ধরনের কোন চিঠি ইস্যু করেননি। তারা সাংবাদিকবান্ধব ছিলেন ।গণমাধ্যমের সাথে সবাই কথা বলেছেন। তবে কেন তিনি (বর্তমান পরিচালক) এ ধরনের চিঠি ইস্যু করলেন সে বিষয়টি আমরা বুঝতে পারছি না।
এদিকে শিশুটি চুরির ঘটনায় তার বাবা একটি মামলা দায়ের করেন শাহবাগ থানায়। তবে শিশুটি এখনও উদ্ধার হয়নি‌। এমনকি এ বিষয়ে কি পদক্ষেপ ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ নিয়েছে সে বিষয়ে পরিচালক গণমাধ্যমকে কিছু বলছেন না।

সর্বশেষ নিউজ