৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

এবার হজে আরাফাতের ময়দানে বাংলায় খোৎবা পড়বেন ইমামতি করবেন বাংলাদেশের চারজন আলেম

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইতোমধ্যেই বেশিরভাগ হজযাত্রীই পৌঁছেছেন সৌদি আরবে। ২০২৪ সালের পবিত্র হজ এবং আরাফাতের ময়দানে খোৎবা পেশ করবেন এবং ঈদুল আযহার নামাজের ইমামতি করবেন চারজন বাংলাদেশী আলেম। এরইমধ্যে সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

৯ জিলহজ শনিবার আরবিতে আরাফা বা আরাফাতের ময়দান থেকে খোৎবা পেশ করবেন মসজিদে হারামের সম্মানিত  ইমাম ও খতিব ডক্টর মাহের বিন হামাদ আল-মুআইকিলি।

৯  জিলহজ আরাফার খোৎবা বাংলায় অনুবাদসহ পেশ করবেন বাংলাদেশের
চাঁদপুর জেলার কৃতি সন্তান মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি  ডঃ মোঃ খলিলুর রহমান মাক্কী ।

১০ জিলহজ বাইতুল্লার অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আযহার খোৎবা পেশ করবেন মসজিদে হারামের সম্মানিত ইমাম ডক্টর শাইখ আব্দুর রহমান আস সুদাইস।

ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদসহ উপস্থাপন করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের এম ফিল গবেষক মুবিনুর রহমান ফারুক ।
এছাড়া বাংলায় খোৎবা পশে করতে সহযোগিতা করবেন বাংলাদেশি পিএইচডি গবেষক আ.ফ.ম ওয়াহিদুর রহমান বিন ইসমাঈল এবং মক্কার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে মাম্টার্সে অধ্যরত বাংলাদেশি নাজমুস সাকিব।

 

সর্বশেষ নিউজ