২০ জানুয়ারি ২০২৫, সোমবার

হজে এবছরও মক্কায় বাংলাদেশিদের সেবায় মানছুর মাক্কী, ফোন করুন 00966536130881

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

এবছরও হজ উপলক্ষ্যে পবিত্র মক্কা শরীফে আল্লাহর মেহমান বাংলাদেশি হাজীগণের সেবায় নিয়োজিত রয়েছেন হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী।
তিনি এবছরসহ ১০ বছর ধরে পবিত্র মক্কায় বাংলাদেশ থেকে হজ করতে যাওয়াদের খেদমত করছেন।
তিনি জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফার বাংলাদেশ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠনের মক্কা শরীফ শহরের বর্তমান সভাপতি।
তিনি আয়নাতলী গ্রামের পুরান পাটওয়ারী বাড়ির আব্দুল হান্নান পাটওয়ারীর বড় ছেলে।
হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মূল কোরা) স্কলারশিপ নিয়ে ভর্তি হন। তখন থেকেই নিজের লেখা পড়ার ফাঁকে ফাঁকে নিজ জন্মভূমি বাংলাদেশের হাজীদের খেদমত করে আসছেন।
বর্তমানে তিনি পবিত্র মসজিদে হারামের আর রিয়াসা আম্মার এর অনুবাদ বিভাগের লাইভ অনুবাদক হিসেবে আরবি,বাংলা,বারমাউয়ি, উর্দু, হিন্দি ও ইংরেজি ভাষাভাষী হাজীদের সেবায় কাবা চত্বর, হাতিম কা’বা,খালফ মাকাম ইব্রাহিম, সাফা পাহাড়সহ পবিত্র মসজিদে হারামের গুরুত্বপূর্ণ স্থানে দৈনিক আট ঘণ্টা করে অবস্থান করছেন।
পাশাপাশি তিনি সৌদি হজ্ব মন্ত্রনালয়াধীন হাদিয়্যাতুল হজ্ব ওয়াল উমরাহ বিভাগের একজন অনুবাদক কর্মী হিসেবেও কাজ করছেন।
তার ভাষ্য, তিনি অসুস্থ হাজীদের সেবায় প্রাধান্য দিয়ে থাকেন। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া মানুষের জন্য তিনি নিবেদিত, তারা যে কোনো সমস্যা বা সেবার প্রয়োজন অনুভব করলে তাকে স্মরণ করতে পারেন।
হজে যাওয়া কোনো ব্যক্তি বা হাজী হার্ট, কিডনি, স্ট্রোক, অতিরিক্ত ব্লাড প্রেসার,
ডায়াবেটিসসহ যেকোনো রোগে আক্রান্ত বা সমস্যায় পড়লে তার 00966536130881 হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে অনুরোধ করেছেন। শুধু বাংলাদেশ থেকে হজে আসার পরিচয় দিলেই তিনি ছুটে এসে ওই ব্যক্তির পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী।
মক্কার কোন হাসপাতালে ভর্তি রেখে কারও সৌদি আরব সরকারের ঘোষিত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার প্রয়োজন হলে তিনি পরামর্শহ সর্বোচ্চ আন্তরিক সহযোগিতায করারও প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ নিউজ