২০ জানুয়ারি ২০২৫, সোমবার

স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানা গেলেন স্বামী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ফেনীতে ঝগড়ার এক পর্যায়ের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। পরে তিনি থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। বুধবার (১১ জুন) ভোরে জেলার সোনাগাজী উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সিনথিয়া ইসলাম খুশবু। আটক স্বামীর নাম আক্কাস রনি। তারা ওই এলাকায় ভাড়ায় থাকেন। পেশায় জুতা বিক্রেতা রনির গ্রামের বাড়ি ভোলায় এবং খুশবুর বরিশালে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে বাসায় তরকারি আনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কলহ শুরু হয়। সারারাত ঝগড়া করে এক পর্যায়ে ভোরে খুশবুকে বটি দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে রনি। পরে সকাল সাড়ে সাতটার দিকে থানার সামনে এসে তিনি এক পুলিশকে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, লাশ উদ্ধার ও সুরতহাল করা হয়েছে। খুশবুর হাত, গলা ও কানে কোপের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। খুশবুর পরিবারে খবর দেওয়া হয়েছে।

(এইদিনএইসময়/বিজয়)

সর্বশেষ নিউজ