২০ জানুয়ারি ২০২৫, সোমবার

কোরবানির পশু ঘাটতি হওয়া নিয়ে যা বললেন প্রাণিসম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কোরবানির পশু পর্যাপ্ত আছে। এ বছর ১ কোটি ৩০ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত। যা চাহিদার চেয়ে অনেক বেশি। এর ফলে পশুর কোনো ঘাটতি হবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের মাধ্যমে বাজারে দাম নির্ধারণ হয়। দাম নির্ধারণ করা মন্ত্রণালয়ের কাজ না। তবে ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে শেষে ব্যবসায়ীদের মাথায় হাত দিতে হবে।

এসময় ডিমের দাম নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ডিমের দাম বাড়ালে দাম কমাতে সরকার উদ্যোগ নেবে। কোনো অজুহাতে ডিমের দাম বাড়ানো যাবে না।

(এইদিনএইসময়/বিজয়)

সর্বশেষ নিউজ