২০ জানুয়ারি ২০২৫, সোমবার

হাজীরা মিনামুখী, মক্কা ছাড়া অন্য স্থান থেকে এলে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

যারা মক্কা ব্যতিত মদিনা কিংবা অন্যান্য স্থান থেকে মিনার উদ্দেশ্যে আসবেন, তারা তাদের মিকাত থেকে ইহরাম বাঁধবেন। সবার গন্তব্য ঐতিহাসিক মিনা প্রান্তর। কেননা আজ সন্ধ্যা থেকে আগামীকাল জোহরের আগেই সব হাজিকে পৌঁছতে হবে কুরবানির স্মৃতিবিজড়িত শহর মিনায়। আবার আগামী ১২ কিংবা ১৩ জিলহজ এ মিনা থেকেই হজের কার্যক্রম সমাপ্ত হবে।

পবিত্র নগরী মক্কা থেকে তাবুর শহর মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। হজ পালনকারীদের অনেকেই এ পথ পায়ে হেঁটে অতিক্রম করবে। ২০ বর্গকিলোমিটার আয়তনের মিনা প্রান্তরে ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত অবস্থান করা সুন্নত।

হজ পালনকারীদের অবস্থানের জন্য ইতোমধ্যে লক্ষাধিক তাবু স্থাপন করা হয়েছে। হজের কাজ সম্পাদনে ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ ৬ দিন ৬ রাতের মধ্যে ৫ দিন ৫ রাতই অবস্থান করবে মিনার এ তাবুগুলোতে। ৯ জিলহজ ফজরের নামাজের পর মিনা থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরা সংলগ্ন ঐতিহাসিক আরাফাত ময়দানে উপস্থিত হবে হাজিগণ।

মিনায় রওনা হওয়ার সময় বেশি বেশি তালবিয়া পড়তে হবে। আল্লাহ তায়ালার কাছে হজের আমল কবুল হওয়া এবং সহজ হওয়ার জন্য দোয়া করা জরুরি।

মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং পুরো সময় মিনাতেই থাকা। তালবিয়া, জিকির ও তিলাওয়াতে ব্যস্ত থাকা। হজের পাঁচ দিনের মধ্যে আজ প্রথম দিন। অতি মূল্যবান সময়। অল্প সময়ও জিকির-আজকার থেকে বিরত থাকা উচিত নয়। তাই জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনার অত্যন্ত জরুরি আমল। অনর্থক গল্প-গুজব থেকে বিরত থাকতে হবে।

(নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়)

সর্বশেষ নিউজ