২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

আইফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারক ফক্সকন টেকনোলজি গ্রুপ ভারতে ৭০ কোটি ডলার বিনিয়োগে একটি নতুন কারখানা তৈরির ঘোষণা দিয়েছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় বেঙ্গালুরুতে তিনশ’ একর জমির ওপর নতুন এই কারখানা স্থাপনের পরিকল্পনা করছে ফক্সকনের মূল কোম্পানি হন হাই প্রেসিশন ইন্ডাস্ট্রি লিমিটেড।

হন হাই-এর চেয়ারম্যান ইয়ং লিউ গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ফক্সকনের এই বিনিয়োগ পরিকল্পনাকে  দেশটির প্রধানমন্ত্রীর সাফল্য হিসেবে দেখা হচ্ছে ।

ইতোমধ্যে তামিলনাড়ুতে আইফোনের অপর একটি কারখানা তৈরি করেছে ফক্সকন। যেখানে উৎপাদন হচ্ছে সবশেষ মডেলের আইফোন।

প্রসঙ্গত, চীনের ঝেংঝুতে ফক্সকনের সর্ববৃহৎ কারখানা। তবে কোভিড-১৯ এর কারণে সেখানে বার বার উৎপাদন ব্যহত হতে থাকে। এতে অ্যাপল ভোগান্তিতে পড়ে। এ কারণে চীনের বিকল্প হিসেবে অন্যান্য দেশ থেকে নিজেদের প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা করে আসছিল প্রতিষ্ঠানটি।অন্যদিকে, তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলায় যন্ত্রাংশের জন্য চীনের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় আইফোন নির্মাতা অ্যাপল। এরই অংশ হিসেবে ভারতে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী ফক্সকনের নতুন এই কারখানা গড়ার পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা।

কারখানাটিতে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পাশাপাশি অ্যাপলের অন্যান্য পণ্যের যন্ত্রাংশও অ্যাসেম্বল করা হবে। এছাড়া ফক্সকনের বৈদ্যুতিক গাড়ি ব্যবসার প্রয়োজনীয় যন্ত্রাংশও এখানে উৎপাদন হবে বলে জানা গেছে। সেখানে চাকরির সুযোগ তৈরি হবে কমপক্ষে এক লাখ মানুষের।

সর্বশেষ নিউজ