২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ঈদকে সামনে রেখে প্রিয়জনের কাছে যেতে বাড়ি ফিরছে মানুষ। এর ফলে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়। পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় দুই কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে, পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিনে সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পারি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।

(এইদিনএইসময়/বিজয়)

সর্বশেষ নিউজ