২০ জানুয়ারি ২০২৫, সোমবার

নাজিরপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

পিরোজপুরের নাজিরপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের বিরুদ্ধে।

জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত কিশোর কিশোরী ক্লাব এবং এনজিও কার্যক্রমের অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনা খতিয়ে দেখতে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডলকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।

তদন্ত কমিটির আহ্বায়ক গৌতম মণ্ডল বলেন, গত এপ্রিল মাসে উপজেলার মাসিক সভায় মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বিলু) ও কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসানাত ডালিম মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছেন। শিগগিরই তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে।

 অভিযুক্ত মহিলাবিষয়ক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই অভিযোগ আমার বিরুদ্ধে নয়, আমার ডিপার্টমেন্টের বিরুদ্ধে। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট হাতে আসেনি। রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

(এইদিন এইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ