১৬ অক্টোবর ২০২৪, বুধবার

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে  বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পপুলার হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ।

রবিবার দুপুর ১ টায় এ খবর লেখার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতাল সহ আরো কয়েকটি হাসপাতাল ক্লিনিকে আহতদের চিকিৎসা নেওয়ার থাকার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রবিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা কলেজের পাশের ওই ভবনে বিকট শব্দে  বিস্ফোরণ ঘটে। এরপর ছড়িয়ে পড়ে আগুন। ধসে পড়ে ভবনের একাংশের দেয়াল।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ৫২মিনিটে ঢাকা কলেজের পাশে ৩ তলা একটি ভবনে  বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সেইসঙ্গে ভবনের একাংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় বেলা ১১ টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার কারণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ