অসামাজিক কার্যক্রমের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডিজনী চিলড্রেন পার্ক বন্ধের দাবীতে মানববন্ধন হয়েছে।
রোববার সকাল ১০টায় শহরের কুড়পাড় এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
স্থানীয়রা জানায়, জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে নুরুল্লাচর গ্রামে ডিজনী চিলড্রেন পার্ক গড়ে ওঠে। পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ, অশ্লীলতা ও বেহায়পনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো: নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুকমী দেন।
এবিষয়য়ে জানতে পার্কের মালিক মো: নুরুজ্জামান সালাম মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনকল রিসিভ করেননি।
তবে, পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘পার্কের মালিকের সাথে তার ভাতিজার জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভিতরে কোনো অসামাজিক কার্যাকলাপের বিষয়ে আমার জানা নেই।’
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুল কাঈয়্যূম সহ এলাকার গন্যমান্য লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুল-কলেজ চলাকালীন সময়ে ডিজনী চিলড্রেন পার্কে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠে। বিষয়টি তদন্ত করে পার্কটি বন্ধের দাবী জানান স্থানীয়রা।
পরে পার্কটি বন্ধের দাবীতে এলাকাবাসীর গণস্বাক্ষর দিয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।