২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
--বিজ্ঞাপন-- Bangla Cars

৩ ওভারেই ২ ওপেনার নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
spot_img

ইংল্যান্ডের বিপক্ষে ৩য় এবং শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দ্রুতই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। দুই ওপেনার লিটন দাশ এবং তামিম ইকবাল যথাক্রমে ০ এবং ১১ রান করে আউট হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭.১ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ২৭ রান। ক্রিজে আছেন মুশফিক এবং শান্ত।

২০১৪ সালের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কোনও প্রতিপক্ষই স্বাগতিক বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। কিন্তু ৯ বছর পর সেই রেকর্ড এখন হুমকির মুখে।

ইংল্যান্ডের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে

বাংলাদেশ। চট্টগ্রামে হোয়াইটওয়াশের ভয় নিয়ে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নামে স্বাগতিক দল।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন করা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে পেসার এবাদত হোসেন একাদশে নেয়া হয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। অভিষেক হয়েছে লেগস্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদের। তাছাড়া ফিরেছেন জোফরা আর্চার ও ক্রিস ওকস।

বাংলাদেশ কি পারবে ৯ বছর টিকে থাকা রেকর্ড অক্ষুণ্ন রাখতে?

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, জস বাটলার (উইকেটকিপার), মঈন আলী, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

সর্বশেষ নিউজ