১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

‘ফখরুলকে আলোচনায় বসার প্রস্তাব ওবায়দুল কাদেরের’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন,বিএনপি রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলেও আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে। বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া নাতাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।

সোমবার সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন,বিএনপির আন্দোলন যত গর্জে বাস্তবে তত বর্ষে না। নিঃশব্দ মানববন্ধন করছে তারা। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্তি নেই। এমন কি তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণ কমে গেছে।

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না। যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।

সংলাপের সেই সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত সেই সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়। তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ’৭১ এর চেতনায় বিশ্বাস করে না। তারা একাত্তরের চেতনাবিরোধী। বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি।

সর্বশেষ নিউজ