২২ মার্চ ২০২৫, শনিবার

মতিঝিলে দখলমুক্ত হলো মন্দিরের ২০০ কোটি টাকার জমি-সম্পদ

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

মতিঝিল সেনা কল্যাণের পাশে শ্রী লক্ষীনারায়ন জিউ’র মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় অভিযানটি পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউ'র মন্দির
শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউ’র মন্দির

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা সাংবাদিকদের বলেন, এখানে জমির পরিমাণ ৩৬ দশমিক ৬৬ শতাংশ। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এ জমি
বৃটিশ আমল থেকে এটা মন্দিরের জায়গা ছিলো। কিন্তু ওই আমল থেকেই প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিলো। এই জমি উদ্ধায় সংরক্ষণের দায়িত্ব হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল ভাইস বলেন,
আমার দেবোত্তর জমি উদ্ধার করতে আজ জেলা প্রশসাকের পক্ষ থেকে এসেছে। উদ্ধার শেষে কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। অবৈদ দখলদার উচ্ছেদ করে জেলা প্রশাসক হস্তান্তর করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে। এই দেবোত্তর সম্পত্তিতে মন্দির করা হবে। আর দেবতার জমি কখনও বিক্রি হয় না, দখল করা যায় না।

শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউ'র মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান
শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউ’র মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান

জেলা প্রশাসক জানিয়েছে, উদ্ধার কার্যক্রম শেষে শ্রী শ্রী লক্ষীনারায়ন জিউ’র মন্দির দেবোত্তরের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান বলেন, কোনো অনুমতি ছাড়াই অবৈধ এই জমি অবৈধ দখল করে রাখছিলো একটি মহল। দখলদার উচ্ছেদ করা হচ্ছে উর্ধ্বতনতের নির্দেশে। অবৈধভাবে যারা ছিলো তাদের উচ্ছেদ করা হয়েছে।

তবে এখানের দোকানদারদের দাবি উচ্ছেদ অভিযান পরিচালনার আগে কোনো চিঠি বা নোটিশ দেয়নি। এতে তারা বিপাকে পড়েছেন।

টিআই

সর্বশেষ নিউজ