২২ মার্চ ২০২৫, শনিবার

পরশের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে পটুয়ালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি, এইদিন এইসময়
spot_img
spot_img

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত পরেশ বিশ্বাসের খুনিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে আজ সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে পরিবার ও স্থানীয়দের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে শতাধিক স্থানীয় নারী পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জমিজমা বিরোধের জেরে গত ১১ জুলাই বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে পরেশ চাষাবাদ করতে গেলে ফারুকসহ তার সহযোগীরা চাষাবাদে বাধা দেয়। একপর্যায়ে ফারুক ও তার সহযোগিরা লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে পরেশ বিশ্বাস এবং তার পরিবারের ওপরে হামলা চালায়।

হামলায় পরেশ বিশ্বাস, মানবিকা বিশ্বাস ও পলাশী বিশ্বাস গুরুতর আহত হয়। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই সন্ধ্যায় পরেশ মৃত্যু বরণ করেন।

সর্বশেষ নিউজ