২২ মার্চ ২০২৫, শনিবার

মোবাইল ইন্টারনেটে ফেসবুক, মেসেঞ্জার চলছে না

নিজস্ব প্রতিবেদক, এইদিন এইসময়
spot_img
spot_img

দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি বেসরকারি–বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ১০টার পর থেকে এই সমস্যার সম্মুখিন হচ্ছে মানুষ। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

একাধিক ফেসবুক ব্যাবহার কারি জানিয়েছেন, যে মোবাইলের ডাটা দিয়ে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এছাড়া মেসেঞ্জারে টেক্সট বা কল কোনোটাই দেয়া যাচ্ছে না। এ সমস্যা সারাদেশে হচ্ছে।

কুমিল্লা থেকে গাজী আখতার নামের একজন এইদিন এইসময়কে জানিয়েছেন, যে তিনি কুমিল্লা বসে মোবাইলের ইন্টারনেট দিয়ে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না। তবে ইউটিউব চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করেও দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না।

১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ ছিল।

টিআই

সর্বশেষ নিউজ