২২ মার্চ ২০২৫, শনিবার

কোটা সংস্কারের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর বিবেচনায়: ওবায়দুল কাদের

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

কোটা সংস্কার আন্দোলন নিয়ে তরুণ সমাজের দায়িত্বশীল আচরণ কামনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। ধৈর্য ধরুন। কারো উস্কানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা না দিবেন না।

সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সরাসরি ঢুকে পড়েছে বিএনপির-জামায়াতের সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবির। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছে।

বিএনপি-জামায়াতের এই নির্মমতা থেকে নিজের সন্তানদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক বিষয় প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারাদেশে বিএনপি-জামায়াতের চিত্র তুলে ধরে বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মো. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাজাহান খান, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

সর্বশেষ নিউজ