২২ মার্চ ২০২৫, শনিবার

নারী কোঠা সংরক্ষণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

চলমান কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারা বাংলাদেশ সেখানে পটুয়াখালীতে নারীদের কোটা রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পটুয়াখালী সম্মিলিত নারী সমাজ।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে নারী সমাবেশ, মানববন্ধন হয়।

এরপর বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল আল হাদী সোহাগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

মানববন্ধনে নেতারা বলেন, উন্নয়নের অভিযাত্রায় দেশ যখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে, ঠিক তখন ছাত্র-ছাত্রীদের নিয়ে কোটা আন্দোলনের নামে একটা গোষ্ঠী দেশকে অস্থিতীশীল,বিশৃঙ্খলা ও নৈরাজ্যপূর্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারী সমাজের এ প্রতিবাদ।

সর্বশেষ নিউজ