২২ মার্চ ২০২৫, শনিবার

১৪ দলের সঙ্গে আ.লীগের মতবিনিময় সভা স্থগিত

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

অনিবার্য কারণ দেখিয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভা স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ১৪ দলের নেতাদের।

সভা স্থগিত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ওবায়দুল কাদেরের। বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

এর আগে ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।

(এইদিনএইসময়/বিজয়)

সর্বশেষ নিউজ