২০ জানুয়ারি ২০২৫, সোমবার

স্ত্রীকে নির্যাতনের মামলা বিচারকের বিরুদ্ধে, হাইকোর্টের জামিন আদেশ দাখিল 

রংপুর প্রতিনিধি
spot_img
spot_img

চিকিৎসক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিচারক স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।‌আসামির নাম দেবাংসু কুমার সরকার।‌ তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।ওই মামলায় হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের জামিনের কাগজ নিম্ন আদালতে জমা দিয়েছেন বিচারক।

মঙ্গলবার দুপুর ১টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামালের আদালতে তিনি হাজির হন।

রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ এপিপি হুমায়ুন রশীদ চৌধুরী অভিযোগ বর্ণনা করে বলেন, রংপুরের আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালীন (বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত) দেবাংসু সরকার প্রাইভেটকার কেনার জন্য তার চিকিৎসক স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে নির্যাতন করে গুরুতর আহত করেন। এ ঘটনায় চিকিৎসক নিজেই বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে। ওই মামলায় বিচারক আসামি দেবাংসু সরকার ও তার বাবা সুধাংসু কুমারের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এপিপি আরও জানান, দুই আসামি হাইকোর্টে হাজির হয়ে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। মঙ্গলবার দুই আসামি রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালত-১ এর বিচারকের কাছে হাজির হয়ে হাইকোর্টের আদেশনামা জমা দেন।

আদালত তার জামিনের আদেশ গ্রহণ করেন।

হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের জামিন শেষ হলে অবশ্যই তাকে আবার এই আদালতে হাজির হতে হবে।

সর্বশেষ নিউজ