৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

বিস্ফোরণ ঘটা ভবন ধসে পড়ার আশঙ্কা, সতর্কতার সঙ্গে চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক
spot_img

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজউক, সেনাবাহিনীর টিম আমার পাশে দাঁড়ানো, তারা সবাই বলছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহুর্তে ভবনটি ধ্বসে পড়তে পারে।

মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমাদের (ফায়ার সার্ভিসের) উদ্ধার কর্মীরা কাজ করছে৷ একটু স্টেয়াবল মনে হলে তখন ভেতরে প্রবেশের চেষ্টা করা হবে। আমরা আপাতত সেনাবাহিনীর সহায়তায় থ্রোলিং করে ভেতরে ঢোকার চেষ্টা করছি।

ব্রিগেডিয়ার মাইন উদ্দিন বলেন, বিস্ফোরণে ভবনটির গ্রাউন্ডফ্লোর ও আন্ডারগ্রাউন্ড বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাম ও পিলারগুলোতে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ বিধায় আমরা ঢুকতে পারছি না। ভেতরে এখনও অনেকে আটকা থাকতে পারেন।’

বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার অভিযান শেষে সেনাবাহিনীর টিম, পুলিশের টিম, তদন্তকারীরা তদন্ত শেষ করলে প্রকৃত কারণ জানা যাবে।

বিল্ডিংটির বেইসমেন্টে কোন গ্যাসের লাইন ছিল না বলে দাবি করেছে মালিকপক্ষ৷ তবে কয়েকটি চেম্বার ছিল। গ্রাউন্ডফ্লোরে ৮টি দোকান ছিল।

সর্বশেষ নিউজ