১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

আন্তর্জাতিক নারী দিবস পালিত 

মিহিরুজ্জামান, সাতক্ষীরা
spot_img
spot_img

নারী অধিকার রক্ষার অংশ হিসেবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এর অংশ হিসেবে সাতক্ষীরায়ও দিবসটি পালিত হয়।

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এ সময় র‍্যালিতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জহিরুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, ব্রাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বি টু বি) এর জেলা ব্যবস্থাপক সুমন চন্দ্র দে, উপজেলা ব্যবস্থাপক অপূর্ব কুমার সরকার, রিজিওনাল ম্যানেজার মুনমুন নাহার, কর্মসূচি সংগঠক জাহিদা খাতুন। এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে শিল্পকলা একাডেমিতে অন্তুর্জাতিক নারী দিবসের উপর কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ নিউজ