১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার

‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন’ সন্দেহে বাড়ি ঘেরাও, অতঃপর…

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

পুরান ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন। এমন খবরে বাড়িটি ঘেরাও করেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এদিন আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকে সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, পুরান ঢাকার গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের ৩১ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। এর পর রাত সাড়ে ১২টা থেকে স্থানীয়রা বাড়িটি ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন।

খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢুকে প্রায় দেড় ঘণ্টার বেশি তল্লাশি করেন। কিন্তু অনেক তল্লাশির পরও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ