৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

সংখ্যালঘু নির্যাতন ও ভারত গমনের নাটক সাজাতে সক্রিয় দেশি-বিদেশি চক্র: ফখরুল

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

একটি বিদেশি চক্র, যারা বাংলাদেশের ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়, তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অলিক কাহিনি প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৪ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে যেসব হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা কোনো ধর্মীয় ইস্যুতে হয়নি। ৫ তারিখের পর থেকে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, নির্দেশনা আছে, বিএনপির কারও বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি পয়গাম আলি, স্থায়ী কমিটির সদস্য আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ নিউজ