রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ‘আপন নিবাস’ নামে যৌথ মালিকানাধীন আবাসিক প্রকল্পের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। আবাসিক প্রকল্পটির মালিকদের পক্ষে মো. আনোয়ার হোসেন নামে এক মালিক এ বিষয়ে গত ৬ মার্চ যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এরপর গত মঙ্গলবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ ও মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, আপন নিবাস নামে এই আবাসিক প্রকল্পে মালিকের সংখ্যা ৪৬ জন। এরমধ্যে একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে চাকরি করছিল শাকিল। তার মাধ্যমে আবুল কালাম ওই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। পরে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে জানতে পেরে মালিকদের পক্ষ থেকে ভাড়াটিয়া আবুল কালামকে সতর্ক করা হয় এবং ভাড়াটিয়া ফরম পূরণ করে পরিচয় নিশ্চিত করতে বলা হয়। এরপর ফ্ল্যাট মালিককে ভয়ভীতি দেখানোসহ অবৈধ প্রভাব খাটিয়ে বাড়ির সাতটি ফ্ল্যাট দখলে নেয় আবুল কালাম। এরপর মালিকদের পক্ষ থেকে মামলা করলে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মামলার বাদী মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সীমিত আয়ের মানুষ মিলে স্বপ্নের আবাসন প্রকল্প গড়ে তুলি। কিন্ত এই সব দুষ্টুচক্রের কারনে আমাদের সে স্বপ্ন ভেঙে যায়। পরে জীবনের নিরাপত্তা প্রদান, দখলকৃত ফ্ল্যাট উদ্ধার এবং দোষীদের বিচারের দাবিতে আমরা আইনের আশ্রয় নেই। আমরা ন্যয়বিচার প্রত্যাশা করছি।’