খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষগুলো ঘরে ফিরে গেছেন। তবে বন্যায় নিম্নাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে প্লাবিত এলাকার মানুষদের জন্য মেডিকেল ক্যাম্প অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এছাড়া খাগড়াছড়ির বন্যায় ক্ষগিস্থদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ করা হচ্ছে।