২০ জানুয়ারি ২০২৫, সোমবার

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে যুক্তরাজ্য

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক বলেছেন, দেশে ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কার প্রয়োজন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নিজ দপ্তরে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সারা কুক জানান, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার।

অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। এরই মধ্যেই ব্যবসায়িক পরিবেশ সংস্কারে সরকার কাজ করছে। এ খাতের সংস্কার করতে হলে আগে পুঁজিবাজার, ব্যাংকিং আর্থিক খাত সংস্কার করা হবে।

সর্বশেষ নিউজ