৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

আরএকে সিরামিকের ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের সহায়তায় ত্রাণ তহবিল গঠিন করে বিএনপি। এই তহবিলে আরএকে সিরামিক ১০ লাখ জমা দিতে গেলে তা ফিরিয়ে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আর এ কে সিরামিক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ তহবিলে ১০ লাখ টাকা দিতে এসেছিল। কিন্তু বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি তা গ্রহণ করেনি।

প্রসঙ্গত, আরএকে সিরামিকসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন রাজনীতিক সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন।

সর্বশেষ নিউজ