১৬ অক্টোবর ২০২৪, বুধবার

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া।

মামলার অন্য আসামিরা হলেন: ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ১৮ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

সর্বশেষ নিউজ