৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে বাড্ডার সাঁতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, বাসার সিঁড়ি মোছার কাজ করার সময় পাশে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে স্পৃষ্ট হন তিনি। পাশে থাকা তার চার বছরের এক ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই নারী পরিবার নিয়ে সাঁতারকুলের একটি বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ