ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছেন অসংখ্য তৃতীয় লিঙ্গের মানুষ। তারা এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন।শহরের পাঠ্যদাম ব্রিজ মোড়ে কথা হয় তৃতীয় লিঙ্গের সংগঠন ‘সেতুবন্ধন কল্যাণ সংঘের সভাপতি তনুর সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার যে ভালোবাসা তা দৃষ্টান্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। তিনি আমাদেরকে জাতি হিসেবে পরিচয় দিয়েছেন তৃতীয় লিঙ্গে অন্তর্ভুক্ত করে। জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা রাস্তাঘাটে থাকতাম, তিনি আমাদেরকে জায়গা ও ঘর করে দিয়েছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে ছুটে এসেছি। ছুটে এসেছেন তাকে একনজর দেখতে।
শনিবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বক্তব্য রাখবেন।
তনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাতে আমাদের সম্প্রদায়ের মানুষ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন। প্রত্যেকেই নতুন কাপড় পরে সাজুগুজু করে এসেছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। আমরা সবাই প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তৃতীয় লিঙ্গের সালমা বলেন, প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখবো, এ যেনো স্বপ্নের মতো।
আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল সাড়ে ৩টার দিকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই জনসভাকে সফল করতে আওয়ামী লীগসহ স্থানীয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।