১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

গণঅভ্যুত্থানে শহীদ ৭৭ আলেম-শিক্ষার্থীর তালিকা প্রকাশ

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এদিন ছাত্র-জনতার গণঅভূত্থানে পতন হয় স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের। তবে এই আন্দোলনে ঝরে যায় বহু প্রাণ। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি ৪ সেপ্টেম্বর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

সরকার শহীদের সংখ্যা ৮ শতাধিক বললেও জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা ১৪২৩ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। তরিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা ১৪২৩ জন। তবে এ সংখ্যাটা কম-বেশি হতে পারে। আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হবো। আহতদের সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে। তবে এর সঙ্গে সংযোজন-বিয়োজন হবে।

একটি মানবাধিকার সংগঠনও একটি সংখ্যা প্রকাশ করেছে। এদিকে আলেম-শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রামাণিক তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে “তরুণ আলেম প্রজন্ম”। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভায় প্রাথমিকভাবে ৭৭ জন শহীদের নামের তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। সোমবার (২৩ সেপ্টেম্বর) এই আলোচনা সভার মধ্য দিয়েই সংগঠনটিরও আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্মের পরিষদ সদস্য এহসানুল হক সভাপতিত্ব করেন। এতে আলোচনা করেন, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্যসচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, গবেষক সৈয়দ শামছুল হুদা ও চিন্তক আলেম শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ। সংগঠনের পরিষদ সদস্য হুজাইফা ইবনে ওমর ও সানাউল্লাহ খান এর যৌথ পরিচালনায় এবং আরও এক সদস্য এখলাছুর রহমান রিয়াদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা চলতি বছরের জুলাই বিপ্লবে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় তরুণ আলেম প্রজন্ম আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য আশরাফ মাহদী। এসময় সংগঠনের ছেচল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। শহীদের তালিকা প্রকাশের সময় বিলাল আহমদ চৌধুরী বলেন, শহীদদের প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশিত হলো। প্রকাশিত তালিকায় কারো কাছে কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হলে সেটা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করছি। তাদের প্রকাশিত তালিকা ইনকিলাব পাঠকদের জন্য উপস্থাপন করা হলো।

সর্বশেষ নিউজ