গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন,আমলাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। ডিসি নিয়োগেও এই কাজ করেছে। ৫৬ জন ডিসির ৪৯ জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই অপচেষ্টা ছাত্র জনতা মেনে নিবে না।
শুক্রবার বিকেলে গণঅধিকার পরিষদের বন্দর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্ভোধন ও উপজেলা কমিটি ঘোষণা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আবু হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসক পরিবর্তন হয় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা বিগত সময়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবৈধ ভাবে আওয়ামিলীগ কে ক্ষমতায় রেখেছে। ভারতের মদদপুষ্ট কোন দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দিবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদে সহযোগিতা করায় হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে মিটিং করে এটা আমাদের প্রশ্ন। এই দালালদের সাথে মিটিং করা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে। আগে এই দালালদের বিচার করতে হবে তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নিবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা।
গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন,গণঅধিকার পরিষদ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। চাঁদাবাদ, টেন্ডারবাজ,সন্ত্রাসদের ঠাঁই গণঅধিকার পরিষদে হবে না।আগামীতে সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে।
সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ।এছাড়াও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন,সহ সভাপতি তানজিলা আক্তার,নাজমুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ প্রমুখ।