৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

সরকারি চাকরিতে বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরামর্শ দেবে কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫’র বিষয়ে রিপাের্ট দেবে কমিটি।’

এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারও সঙ্গে তারা আলোচনা করতে চান না। সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সর্বশেষ নিউজ