“কলকাতার বউ আর ঢাকার জামাই, থায় কথায় টক্কর লাগে মিলমিশ নাই।”
কলেজ জীবনে শ্রাবন্তী (সম্ভবত) নামের কলকাতার এক শিল্পীর এই গানটা আমার খুব প্রিয় ছিল। সেই শিল্পী এখন বোধহয় হারিয়ে গেছে।
মনে হচ্ছে ওই গানটা কলকাতাস্থ ঘটি আর বাঙাল দম্পতি চিন্তা করে লেখা। ঢাকার ক্ষেত্রে ঘটনা উল্টো। কলকাতার মেয়ে এখানে বউ হচ্ছে না খুব একটা, দুই-চারটা হলেও টাকা-পয়সা নিয়ে চলে যাচ্ছে। উল্টো ঢাকার মেয়েরা কলকাতায় বউ হয়ে বিপদে পড়ছে।
আমার পরিচিত সাংবাদিকসহ মিডিয়া জগতের যারা কলকাতার ছেলেকে বিয়ে করেছে, সবগুলো সংসারে অশান্তি হয়েছে। জামাই পালিয়েছে কিংবা সে পালিয়ে এসেছে, অথবা নীরবে ছাড়াছাড়ি হয়ে গেছে। অনেকে বুড়ি বয়সেও পৃথক হয়ে সিঙ্গেল মাদার জীবন যাপন করছেন।
আমি শুধু ভাবি, এরা কলকাতার ছেলেদের কী দেখে প্রেমে পড়ে!
লেখক: সাংবাদিক