২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

রাষ্ট্রক্ষমতায় বসছেন, মানুষের জীবনরে বুঝতে শিখেন!

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

ব্রাত্য রাইসু

আমাদের আশা আকাঙ্ক্ষা ও জীবন কারো সুইচ টিপাটিপির বিষয় নয়!

মাস্টারমাইন্ড, রিসেট আর বিল ক্লিনটনের পাশে খাড়াইতে পারার উত্তেজনা আমাদের নাই!

ফাও আলাপ প্যান্টের পকেটে ঢুকাইয়া রাখেন!

আমাদের দরকার সস্তায় ইলিশ!

বাজারে জিনিসপত্রের দাম যে আগের চাইতে বেশি তার ব্যাখ্যা!

রাস্তায় ছেলেদের মতই স্বাধীন ভাবে যেন মেয়েরা চলতে পারে তার নিশ্চয়তা ইত্যাদি!

যেন আপনার বাহিনী যখন খুশি আমাদের বাসাবাড়িতে ঢুইকা না পড়ে,
তার অঙ্গীকার।

যাতে বড় বড় কথা বলা মুখ দেখতে না হয় আমাদের!

আমরা এই রকম অনেক দেখছি!

আর দেখতে চাই না!

আমাদের দরকার সেবক!

হইতে পারলে থাকেন!

√কবি ব্রাত্য রাইসর ফেসবুক পেজ থে

সর্বশেষ নিউজ